১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম একসঙ্গে এক মঞ্চে আবার দেখা গেছে বলিউডের জনপ্রিয় তিন অভিনেতা শাহরুখ খান, সালমান খান এবং আমির খানকে। গত বৃহ¯পতিবার (১৬ অক্টোবর) সউদী আরবের রিয়াদে বাণিজ্য ও বিনোদনবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘জয় ফোরাম’-এ অংশ নিয়েছিলেন বলিউডের তিনি খান। তিন খানের এই ছবি ঝড় তুলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় মিস্টার পারফেকশনিস্ট হিসেবে খ্যাত আমির খান বসে আছেন এবং পেছনে দাঁড়িয়ে মজা করছেন বলিউড কিং শাহরুখ ও ভাইজান সালমান। একটি ভিডিওতে আমির খানকে গানও গাইতে দেখা যায়। আর তাকে চিয়ার আপ করেন বলিউডের বাকি দুই খান। রিয়াদের ওই অনুষ্ঠানে ভারতের তারকার ছাড়াও ৩০টির বেশি দেশ থেকে অতিথিরা অংশ নিয়েছেন। অতিথিদের তালিকায় ছিলেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্টও।...