১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম হলিউডের জনপ্রিয় তারকা টম ক্রুজ ও আনা ডে আরমাসের প্রেমের স¤পর্ক ভেঙে গেছে। তাদের ৯ মাস প্রেম করার পর আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এমন খবর জানিয়েছে, ব্রিটিশ গণমাধ্যম দ্য সান। দুই তারকার এক ঘনিষ্ঠ সূত্র দ্য সানকে জানিয়েছে, টম ও আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, তবে তাদের স¤পর্ক এখন শেষ গেছে। তারা আর প্রেমের স¤পর্কে নেই। তবে তারা ভালো বন্ধু হিসেবেই থাকতে চান। তারা বুঝতে পেরেছেন, স¤পর্কটা দীর্ঘস্থায়ী হওয়ার নয়, তাই বন্ধু হিসেবে থাকাই ভালো। এদিকে জানা যায়, টম ক্রুজ ও আনা ডে আরমাস একসঙ্গে ‘ডিপার’ নামে একটি থ্রিলার সিনেমায় কাজ করার পরিকল্পনা করছিলেন। সংবাদ রটেছিল যে, তাদের ব্যক্তিগত স¤পর্কের পরিবর্তনের কারণে সিনেমাটির কাজ স্থগিত করা হয়েছে। তবে...