রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে বিমান চলাচল বন্ধ ছিল প্রায় ৭ ঘণ্টা। এতে ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন দেশে যাওয়ার জন্য অপেক্ষায় থাকা যাত্রীরা। আবার বিমানবন্দরের বাইরে বিদেশ থেকে দেশে আসা যাত্রীদের অপেক্ষায় উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটছে স্বজনদের। শনিবার (১৮ অক্টোবর) হযরত শাহজালাল বিমানবন্দরের টার্মিনালের সামনে ও বাইরে ঘুরে এই চিত্র দেখা গেছে। এ দিন দুপুর সোয়া ২টার দিকে হযরত শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো শাখায় (কার্গো ভিলেজে) অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ধারণা করা হচ্ছে, আগুনে কার্গো শাখায় থাকা কয়েক কোটি টাকার মালামাল পুড়ে গেছে। প্রায় ৭ ঘণ্টার চেষ্টায় রাত ৯টা ১৮ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট। এদিকে আগুন লাগার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা বন্ধ হয়ে যায়। বেশকিছু বিমানকে ডাইভার্ট...