১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম | আপডেট: ১৯ অক্টোবর ২০২৫, ১২:০৩ এএম গত বছর ঢাকায় পারফর্ম করে পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ডদল ‘জাল’। বছর ঘুরতেই আবার ঢাকা মাতাতে আসছে এই জনপ্রিয় ব্যান্ডদলটি। গত শুক্রবার (১৭ অক্টোবর) সামাজিক মাধ্যমে ঢাকায় আসার ঘোষণা দেন ব্যান্ডের অন্যতম সদস্য ও ভোকালিস্ট গওহর মমতাজ। নিজের ফেসবুক পাতায় দুটি স্টোরি শেয়ার করে এই বার্তা দেন তিনি। প্রথম স্টোরিতে ঢাকা শহরের আবহের একটি চিত্রের ওপর লেখা ছিল, ঢাকা, তোমরা প্রস্তুত?। এর পরের স্টোরিতে দেখা যায়, বাংলাদেশের পতাকার আবহে এআই নির্মিত একটি অ্যানিমেটেড ছবি, যেখানে গিটার বাজিয়ে পারফর্ম করার চিত্রও রয়েছে। সেখানে উল্লেখ করা হয়, ঢাকা, আর ইউ রেডি? গওহর মমতাজ ও জাল ব্যান্ড ঢাকায় আসছে। দেখা হবে শীঘ্রই। এ নিয়ে তৃতীয়বারের মতো ঢাকায় পারফর্ম করতে আসছে দলটি। তবে এই...