যেহেতু ওটার সঙ্গে এনজয় করার সুবিধাটা বেশি, তাই দর্শক ওই মাধ্যমটাকে বেছে নেয়। ইউটিউব বা ওটিটির আমাদের একটা বড় দর্শক আছেন, যারা প্রবাসে থাকেন, তারাও দেখেন এই কন্টেন্ট। ব্যাসিক বিষয়টা কিন্তু ওটাই। মানুষ যখন সময় পায় তখন সে ওই কন্টেন্টা উপভোগ করে। কাজেই প্রযুক্তির স্বাধীনতা মানুষ নেবে এটাই স্বাভাবিক। আমি মনে করি এই ক্ষেত্রে প্রযুক্তিতে যেমন সুবিধা আছে। কিছু অসুবিধাও আছে। সেই অসুবিধাগুলোকে যদি পাশ কাটিয়ে সুবিধার দিকটাকে সকলে মিলে ফোকাস করি বা ওটার প্রতি গুরুত্ব দেই, তাহলে সেটা মনে হয় সকলের জন্যই ভালো।দর্শকের চাহিদা টিভি পূরণ করতে পারছে কি? এমন প্রশ্নের উক্তরে রুনা খান বলেন, আমার তেমন মনে হয় না। কারণ হচ্ছে, আমি যখন পেশাদার অভিনয় শিল্পী হিসেবে কাজ শুরু করি, সে সময় আমাদের দেশে টিভি...