আজ ১৮ অক্টোবর, তাহসানের জন্মদিন। প্রতিশ্রুতি অনুযায়ী ঠিক এই দিনেই প্রকাশিত হলো তাঁর সংগীতজীবনের শেষ গান ‘প্রাকৃতিক’। বেলা ৩টায় পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান পোরসেলিনা সিরামিকসের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। তাহসানের নিজস্ব ইউটিউব প্ল্যাটফর্মেও শ্রোতারা শুনতে পাচ্ছেন তাঁর জীবনের শেষ সুর। ২০০৩ সালে প্রকাশিত ব্যান্ড ব্ল্যাকের জনপ্রিয় অ্যালবাম ‘উৎসবের পর’-এ প্রথমবার শোনা গিয়েছিল ‘প্রাকৃতিক’ গানটি। তখন এর গায়ক ছিলেন জন কবির ও তাহসান খান। সেই সময়ের শ্রোতাদের কাছে গানটি ছিল তরুণ প্রজন্মের আবেগের প্রতীক, বিশ্ববিদ্যালয়ের প্রেম, বিচ্ছেদ আর স্মৃতির গানের মতো এক মৃদু হাওয়া। দীর্ঘ ২২ বছর পর সেই গানই ফিরল নতুন সংগীতায়োজনে, এক নতুন রূপে, এক পুরোনো হৃদয়ের কণ্ঠে। এবার এককভাবে গেয়েছেন তাহসান খান। গানটির কথা ও সুর অপরিবর্তিত রাখা হয়েছে, তবে সংগীতায়োজনে যুক্ত হয়েছে সময়োপযোগী যন্ত্রসংগীত ও...