রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল। এ জয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে। ১৭টি হলের মোট ২৫৫টি পদের মধ্যে ছাত্রশিবিরের প্রার্থীরা ২৩৪টিতেই বিজয়ী হয়েছেন, নিশ্চিত করেছেন ভিপি, জিএস, এজিএসসহ শীর্ষ সব পদ। অন্যদিকে, প্রধান প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত প্যানেল কোনো হলের একটি পদেও জয়ী হতে পারেনি।আরো পড়ুন:রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয়শেষ পর্যায়ে রাকসুর সংস্কার কাজ, রবিবার থেকেই বসতে পারবেন নির্বাচিতরা রাকসুতে পরাজিতদের মিলনমেলা, সম্প্রীতির ক্যাম্পাস গড়ার প্রত্যয় শেষ পর্যায়ে রাকসুর সংস্কার কাজ, রবিবার থেকেই বসতে পারবেন নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ছয়টিসহ মোট ১৭টি হল আছে। প্রতিটি হল সংসদে পদ ১৫টি। হল সংসদ নির্বাচনে কোনো হলে পূর্ণাঙ্গ, আবার কোনো হলে আংশিক প্যানেল দিয়েছিল ছাত্রশিবির। এর মধ্যে ১৭টি সংসদের শীর্ষ...