গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস ক্যাপ হাউসে আগুন লাগে। প্রায় ১৭ ঘণ্টা পর শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। পুড়েছে আটতলা ভবনের পুরোটাই। তবে শ্রমিকদের দ্রুত সরিয়ে নেওয়ায় কেউ হতাহত হয়নি। ঘটনা তদন্তে দুটি কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস। এছাড়া সম্প্রতি মিরপুরের শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যু হয়েছে এবং দগ্ধ হয়েছে অনেকে। এ ঘটনায় গুদামের রাসায়নিক পদার্থ পুড়ে ক্লোরিন গ্যাসের সৃষ্টি হয়েছে। ফলে সেই এলাকাজুড়ে বিশেষ সতর্কতা দেওয়া হয়েছে। এদিকে আজ শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এর ফলে প্রায় সাত ঘণ্টা বন্ধ থাকার পর রাত ৯টা থেকে বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট কার্যক্রম পুনরায় চালু করা হয়েছে। আগুন লাগার পর সরকারের...