বাড়িতে অতিথি এলে বা দ্রুত কোথাও ওয়াইফাই সংযোগের প্রয়োজন হলে অনেকেই প্রথম প্রশ্ন করেন পাসওয়ার্ড কী। যদিও প্রায় সব ওয়াইফাই নেটওয়ার্ক পাসওয়ার্ড-সুরক্ষিত থাকে, তবুও রাউটার প্রস্তুতকারী কোম্পানিগুলো পাসওয়ার্ড ছাড়াই নেটওয়ার্কে লগ ইন করার জন্য কয়েকটি বিকল্প সুবিধা দিয়ে থাকে। তবে, মনে রাখা জরুরি—কারও অনুমতি ছাড়া ওয়াইফাই ব্যবহার করা আইনি জটিলতা সৃষ্টি করতে পারে। পাসওয়ার্ড ছাড়াই ওয়াইফাই সংযোগের কয়েকটি কার্যকর পদ্ধতি নিচে তুলে ধরা হলো: যেসব রাউটারে ওয়াইফাই প্রোটেক্টেড সেটআপ বা WPS এনাবল থাকে, সেখানে পাসওয়ার্ড ছাড়াই সংযোগ করা যায়। স্মার্টফোনে 'Settings' ওপেন করে 'নেটওয়ার্ক' বিভাগে 'ওয়াইফাই' নির্বাচন করুন। 'Advanced Settings' থেকে 'Connect by WPS Button' অপশনটি বেছে নিন। এবার রাউটারে থাকা WPS বাটনটি ৩০ সেকেন্ড টিপে ধরে রাখুন। বাটন চেপে ধরার পর স্বয়ংক্রিয়ভাবে ফোনটি ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হয়ে যাবে। পরবর্তীতে...