বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি)-এর স্পোর্টস কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘বিইউবিটি স্পোর্টস উইক ও ডিনস’ কাপ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫’-এর ফাইনাল পর্ব। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাণবন্ত অংশগ্রহণে এক আনন্দঘন ও ক্রীড়া-মনোভাবপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় দিনব্যাপী এই আয়োজন।দিনের প্রথম ম্যাচে সকাল ৯টায় অনুষ্ঠিত নারী বিভাগের ফাইনালে ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্সেস দল প্রতিদ্বন্দ্বী ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড হিউম্যানিটিজ-কে হারিয়ে শিরোপা জিতে নেয়। সকাল ১১টায় অনুষ্ঠিত ফ্যাকাল্টি ও স্টাফ বিভাগের ফাইনালে স্টাফ টিম জয় পায় ফ্যাকাল্টি অব ল-কে পরাজিত করে। বিকেলে পুরুষ বিভাগের ডিনস’ কাপ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ ইংরেজি বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি’র উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত...