‘সি দ্য সায়েন্স, বি দ্য চেঞ্জ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী সপ্তম জাতীয় বিজ্ঞান মেলা। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে ফেস্টিভালের বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মাধ্যমে এবারের আয়োজনের পর্দা নামে। ফেস্টিভালে দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।আরো পড়ুন:জাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবিসড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের ঘটনায় জাবিতে শোক জাবিতে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পানির ন্যায্য হিস্যার দাবি আয়োজকবৃন্দ জানান, বিজ্ঞান চর্চায় তরুণদের উৎসাহিত করতে উৎসবে মোট আটটি সেগমেন্টে ৩৭ জন প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়। সেগমেন্টগুলোর মধ্যে রয়েছে- গণিত অলিম্পিয়াড, বায়োলজি অলিম্পিয়াড, সায়েন্স কুইজ, পোস্টার প্রেজেন্টেশন, রুবিক্স কিউব, চার মিনিট প্রেজেন্টেশন, প্রজেক্ট শোকেসিং, লাইন ফলোয়ার রোবট। বিজয়ীদের মোট ১ লাখ টাকার...