পাম-সয়াবিনে সহনীয় মাত্রার চেয়ে ২০ গুণ বেশি মার্কারি (হেভিমেটাল) পাওয়া গেছে বলে দাবি করেছেন সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন। তিনি জানান, মার্কারি আমাদের নার্ভাস সিস্টেম, কিডনি এবং হৃদযন্ত্র ও রক্তনালিকে ধ্বংস করে দিতে পারে।শনিবার (১৮ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য তুলে ধরেন তিনি।মাহবুব কবির মিলন জানান, কয়েক বছর আগে সারা বাংলাদেশ থেকে ১৫২১টি সয়াবিন ও পাম তেলের নমুনা স্যাম্পল নিয়ে এই পরীক্ষা করা হয়। গত বছর এ জার্নাল পাবলিশ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা শাহীন ম্যাডাম ছিলেন এই রিসার্চে।তিনি বলেন, এই যে রিসার্চ এবং জার্নাল পাবলিশ হলো, এরপর কারও মুখে, কারও কাছে, কোনো পত্রিকা কিংবা নিউজে এই নিয়ে কোনো আলাপ আলোচনা, ফিসফাস, হৈ-চৈ শুনেছেন!! কোনো নড়াচড়া!!সাবেক এ অতিরিক্ত সচিব বলেন, বিএসটিআই কিংবা ফুড সেইফটি অথোরিটি...