জান্নাতুল মনির, এই সময়ের একজন খ্যাতনামা ব্র্যান্ড প্রমোটার। তার শব্দ চয়ন ও তার হাসি সবাইকে মুগ্ধ করে। অনেকটা শখের বশেই একসময় ফেসবুকে টুকটাক ভিডিও দিতেন। ঢাকার খিলগাঁওয়ের একটি রেস্তরাঁর ব্র্যান্ড প্রমোটার হিসেবে নিয়মিত কাজ করছেন। এরইমধ্যে জান্নাতুল মনি নাটকে অভিনয় করারও প্রস্তাব পেয়েছেন। তবে তার প্রবল আগ্রহ বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার। তার জান্নাত ফ্যাশন হাউস নামে একটি পেজ রয়েছে। যেখান থেকে যে কেউ অনায়াসে পছন্দের শাড়ি, থ্রি-প্রিস, পাঞ্জাবি, বাচ্চাদের ড্রেস, বোরখাসহ আরও যাবতীয় অনেক কিছু ক্রয় করতে পারবেন। জান্নাতুল মনির বলেন, এরইমধ্যে নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি অনেক। তবে অভিনয় করব কী করব না এটা নিয়ে দু’টানায় আছি। কিন্তু বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার আমার ভীষণ...