পাকিস্তানের মহাকাশ ও উচ্চ বায়ুমণ্ডল গবেষণা কমিশন (সুপারকো) ঘোষণা করেছে, দেশের প্রথম হাইপারস্পেকট্রাল স্যাটেলাইট ‘এইচএস–১’ (এইচএস–১) আগামী ১৯ অক্টোবর চীনের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার (জেএসএলসি) থেকে উৎক্ষেপণ করা হবে।এটি পাকিস্তানের মহাকাশ অভিযাত্রায় এক নতুন যুগের সূচনা করবে। উন্নত প্রযুক্তিনির্ভর এই স্যাটেলাইট কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা, নগর পরিকল্পনা ও পরিবেশ পর্যবেক্ষণে বৈপ্লবিক পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।শনিবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে জিও নিউজ।কৃষিক্ষেত্রে এইচএস–১–এর হাইপারস্পেকট্রাল ইমেজিং প্রযুক্তি সুনির্দিষ্ট কৃষিকাজে সহায়তা করবে। ফসলের স্বাস্থ্য, মাটির আর্দ্রতা ও সেচপদ্ধতি সম্পর্কে নির্ভুল তথ্য সরবরাহের মাধ্যমে ফলন ১৫–২০ শতাংশ পর্যন্ত বাড়ানো সম্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। এতে খাদ্য নিরাপত্তা জোরদার হবে।নগর পরিকল্পনায় স্যাটেলাইটটির অত্যাধুনিক সেন্সর অবকাঠামো মানচিত্রায়ণ, নগর সম্প্রসারণ বিশ্লেষণ ও পরিবেশগত পরিবর্তন পর্যবেক্ষণে সহায়তা করবে। মানুষের তৈরি স্থাপনার ‘স্পেকট্রাল সিগনেচার’...