অভিনেত্রী মাহিয়া মাহি ও তার স্বামী রাকিব সরকারের সম্পর্ক ঘিরে নতুন করে গুঞ্জন উঠেছে- তারা কি আবার এক হচ্ছেন? সম্প্রতি দু’জনের ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট ঘিরেই শুরু হয় এই আলোচনার ঝড়। সেখানে দেখা যায়, নিজেদের রিলেশনশিপ স্ট্যাটাস আপডেট করেছেন- ‘ম্যারিড’। এই পোস্টের পর থেকেই নেটিজেনদের মাঝে প্রশ্ন- তবে কি আবার একসঙ্গে পথচলা শুরু করলেন মাহি ও রাকিব? এর আগে, এক সাক্ষাৎকারে মাহি স্পষ্ট করেন, আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, আমরা এখনো নিয়মিত যোগাযোগ রাখছি। তিনি আরও জানান, ছবিটি আমরা ভারতের এক সফরে তুলি, তখন প্রকাশ করা হয়নি। সম্প্রতি দেখলাম উইকিপিডিয়ায় আমাদের ডিভোর্স লেখা, তাই ভুল বোঝাবুঝি দূর করতেই ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও এখনো লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। ‘আমাদের পাসপোর্টেও এখনো লেখা...