এরআগে শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে অনশন শুরু করেন তারা। সে হিসাবে প্রায় সাড়ে ২৬ ঘণ্টা অনশনে শিক্ষকরা। আন্দোলনরত শিক্ষকদের তথ্যমতে, শহীদ মিনারে চলমান অনশনে এ পর্যন্ত অন্তত পাঁচজন শিক্ষক এবং সংবাদ সংগ্রহ করতে আসা একজন সাংবাদিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ৫ শতাংশে আটকা অর্থ মন্ত্রণালয়, ‘মন গলছে না’ আমলাদের শিক্ষকরা ২০ শতাংশ বাড়িভাড়া দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করেন। তবে সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে আলোচনায় বসার পর আপাতত ১০ শতাংশ এবং আগামী বছর ১০ শতাংশ বাড়ানোর দাবি জানান তারা। তারপরও সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়নি। দেলোয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষকরা রাস্তায় পড়ে মরছেন, তাতেও আমলাদের মন গলছে না। আমরা মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা চেয়েছি। এটাই নাকি তাদের কাছে...