দেশের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক ছটকু আহমেদ। যিনি সালমান শাহ অভিনীত ‘সত্যের মৃত্যু নেই’, ‘বুকের ভেতর আগুন’সহ উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র পরিচালনা করেছেন এবং অসংখ্য চলচ্চিত্রের কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। আজ রবিবার রাত সাড়ে ৮টায় জিটিভির শিক্ষা-সংস্কৃতি অনির্বাণ অনুষ্ঠানে কথাসাহিত্যিক ইকবাল খন্দকারের মুখোমুখি হবে গুণী এই চলচ্চিত্র পরিচালক। ইতোমধ্যে আলোঘর প্রকাশনা নিবেদিত এই অনুষ্ঠানের ২৬তম পর্বের শূটিং শেষ হয়েছে। ছটকু আহমেদ বলেন, আমরা যারা চলচ্চিত্রের মানুষ, তারা লাইট-ক্যামেরা-অ্যাকশন বলে বলেই একজীবন কাটিয়ে দেই। নিজের কথা আর বলা হয় না। তবে এই অনুষ্ঠানটিতে নিজের কথা বলেছি মন খুলে। আশাকরি দর্শকের ভালো লাগবে।জীবনীমূলক এই আয়োজন সম্পর্কে উপস্থাপক...