নতুন চলচ্চিত্র নিয়ে ভাবছেন কি ? এমন প্রশ্নে হৃদি হক বলেন, বিভিন্ন প্রযোজনা সংস্থা এবং প্রযোজক ভীষণ আগ্রহ দেখাচ্ছে। আমি মিটিং শুরু করেছি তাদের সঙ্গে আর অন্যদিকে চলছে আমার স্ক্রিপ্ট কাটা ছেড়ার কাজ। এ চলচ্চিত্রটির গল্পের প্রয়োজনে যেহেতু দেশে এবং দেশের বাইরে শূটিং করতে হবে, তাই লোকেশন রেকিও চলছে।মঞ্চে নাটকের নির্দেশনা সম্পর্কে তিনি বলেন, স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তর বাংলাদেশের মঞ্চ নাটকের চর্চা এগিয়ে চলেছে কেবলমাত্র গ্রুপথিয়েটার কনসেপ্টকে ধারণ করে। কিন্তু আমি মনেকরি এখন সময় এসেছে থিয়েটার নিয়ে নতুন করে ভাববার। কেবল...