আকিল বিন তালিব বলেন, যারা ভোটে জিততে পারেনি তারাই আমার কাজকে থামানোর জন্য এসব ছড়াচ্ছে। আমি প্রথমে একটা প্যানেলে থাকলেও ‘টিম ওয়ার্ক’ হচ্ছিল না দেখে আমি সরে এসেছি। আর একসঙ্গে এজিএস ও সিনেট প্রতিনিধি দুই পদে নির্বাচন করা আমার জন্য অনেক কঠিন হয়ে যাওয়ায় আমি এজিএস থেকে প্রত্যাহার করেছি।তিনি আরও বলেন, আমি যদি কোনো প্যানেলের সঙ্গে লিয়াজোঁ করেও থাকি সেটা আমার রাজনৈতিক বিচক্ষণতা, আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সবাইকে আহ্বান করবো, মিথ্যা ছড়ানো বাদ দিয়ে এখন আমি যেহেতু শিক্ষার্থীদের প্রতিনিধি, আমায় কাজে ম্যান্ডেট দেন আমি কাজ করি।...