দেশে ভূমি সংক্রান্ত জটিলতা ও অবৈধ নামজারি বন্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে সরকার। ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী ২০২৫ সাল থেকে ৯ ধরনের জমির নামজারি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বহু বছর ধরে জাল দলিল, রেকর্ডে অসঙ্গতি, কিংবা মামলা চলমান অবস্থায় অবৈধভাবে নামজারি হয়ে আসছিল। এতে সরকারি জমি, ওয়ারিশ সম্পত্তি এবং ভেস্টেড প্রপার্টি (শত্রু সম্পত্তি) নিয়ে ব্যাপক জটিলতা সৃষ্টি হচ্ছিল। এসব অনিয়ম ঠেকাতে এবার কঠোর নজরদারির আওতায় এসেছে নামজারি প্রক্রিয়া। ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে কোন কর্মকর্তা বা কর্মচারী যদি অবৈধ কাগজপত্রে নামজারি করে দেন বা গ্রহণ করেন, মন্ত্রণালয় থেকে সরাসরি তা শনাক্ত করা সম্ভব হবে। কারণ, নতুন সফটওয়্যারভিত্তিক নামজারি তদারকি ব্যবস্থা ইতিমধ্যে চালু করা হয়েছে। ১️⃣ দলিল ও রেকর্ডের মধ্যে অমিল থাকলে।২️⃣ মালিকানার শর্ত বিলুপ্ত বা বিতর্কিত হলে...