গত ১৩ অক্টোবর রাতে বিশ্ববিদ্যালয়ের ফুটবল খেলাকে কেন্দ্র করে তিন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মার্কেটিং বিভাগের শিক্ষার্থী নিলয় সরকার চোখে কাঁচের টুকরার আঘাতে গুরুতর আহত হন। সংঘর্ষের পরপরই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি ও চিকিৎসার ব্যবস্থা করা হয়। উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী টঙ্গিতে গিয়ে নিলয়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার বাবা-মায়ের সঙ্গে কথা বলেন। তিনি নিলয়ের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানতে চান এবং চিকিৎসা সহায়তায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখার...