শিল্পের কোনো সীমানা নেই, সেটাই যেন শুক্রবার রাতে আরো একবার প্রমাণিত হলো ঢাকার সংগীত মঞ্চে! একই মঞ্চে নেচে উঠল বাংলাদেশ ও পাকিস্তানের তরুণ শিল্পীরা! শুক্রবার বিকেলে রাজধানীতে আয়োজিত ‘কার্পে ডিয়েম: দ্য টেকওভার’ কনসার্টে পারফর্ম করেন জালালি সেট, হাসান রহিম ও ইয়াং স্টানারস। রিশকা কানেক্টস ও ঢাকা ব্রডকাস্ট-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই কনসার্টে বিকেল থেকেই উপচে পড়ে দর্শক। সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া শোতে প্রথমেই মঞ্চে আসে ঢাকার জনপ্রিয় হিপ-হপ গ্রুপ জালালি সেট। তাদের শক্তিশালী র্যাপ ও বিটে শুরুতেই জমে ওঠে পরিবেশ। পরবর্তীতে মঞ্চে আসেন পাকিস্তানি আরঅ্যান্ডবি শিল্পী হাসান রহিম। উইশেস, জুনা, মেমোরিস এবং জালিমার মতো জনপ্রিয় গানগুলোতে দর্শক গলা মিলিয়ে গাইতে থাকেন। এক পর্যায়ে তিনি মঞ্চ থেকে বলেন, “মাই গড, হোয়াট আ বিউটিফুল ভয়েস ইউ হ্যাভ,...