রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।১৭টি হলের মোট ২৫৫টি পদের মধ্যে ছাত্রশিবিরের প্রার্থীরা ২৩৪টিতেই বিজয়ী হয়েছেন। নিশ্চিত করেছেন ভিপি, জিএস, এজিএসসহ শীর্ষ সব পদ।বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের ১১টি ও ছাত্রীদের ৬টিসহ মোট ১৭টি হল আছে। প্রতিটি হল সংসদে পদ ১৫টি। হল সংসদ নির্বাচনে কোনো হলে পূর্ণাঙ্গ, আবার কোনো হলে আংশিক প্যানেল দিয়েছিল ছাত্রশিবির। এর মধ্যে ১৭টি সংসদের শীর্ষ ৫১ পদেই (ভিপি-জিএস-এজিএস) এ প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন।পাঁচ হলে শিবিরের সবাই জয়ী : ৫টি হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির-সমর্থিত প্যানেলের সবাই (৭৫ পদে) জয়ী হয়েছেন। হলগুলো হলো- শহীদ হবিবুর রহমান হল, নবাব আব্দুল লতিফ হল, মাদার বখশ হল, সৈয়দ আমীর আলী হল ও মন্নুজান হল।শহীদ হবিবুর...