যুক্তরাজ্যের পূর্ব লন্ডনের রমফোর্ডের মেফেয়ার ভ্যানুতে আজ রবিবার অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী বর্ণাঢ্য ১৬তম লন্ডন বাংলা বইমেলা এবং সাহিত্য সাংস্কৃৃতিক উৎসব। এতে সংগীত পরিবেশন করবেন কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন বলেন, এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি এর প্রধান সমন্বয়ক গোলাম মোস্তফা ভাইকে। সেইসঙ্গে ধন্যবাদ জানাচ্ছি লন্ডন বাংলা বইমেলা ও সাহিত্য সাংস্কৃতিক উৎসবের সঙ্গে সম্পৃক্ত থাকা সকলকে। এর আগেও আমি লন্ডনে শো করতে এসেছি। তবে এবারের বিষয়টা ব্যতিক্রম। আশা করছি সবার সঙ্গে আজ দেখা হবে, কথা হবে, গানে গানে গল্প আড্ডা হবে। সবাইকে আজকের আয়োজনে আসার নিমন্ত্রণ রইল। সাবিনা ইয়াসমিন জানান, আগামী ২৫ অক্টোবর তিনি দেশে ফিরবেন।লন্ডন থেকে গতকাল দুপুরে বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের সঙ্গে থাকা...