রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে পরাজিতরা আয়োজন করেছেন মিলনমেলা। শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তারা বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ আয়োজন করেন। এসময় তারা বিভিন্ন খেলা, গান-বাজনাসহ বেশ কিছুর আয়োজন রাখেন। রাকসুতে ছাত্রদল সমর্থিত পরাজিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, আমরা এখানে এক হয়েছি একটি উদ্দেশ্য নিয়ে, যাতে আমাদের ক্যাম্পাস সুন্দর, নিরাপদ, সোহাদ্যপূর্ণ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে পারি একসঙ্গে। আমাদের এ আয়োজন সব পরাজিত প্রার্থীদের নিয়ে আমরা এ আয়োজন করেছি। পরাজিত হলেও আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টেকহোল্ডার। যারা বিজয়ী হয়েছেন তারা যেন আগামী এক বছর তাদের ইশতেহারগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে সেগুলো জবাবদিহিতা ও তদারকি করার দায়িত্ব আমাদের। তিনি আরও বলেন, আমি আমার বিজয় ভিপি প্রার্থীকে বলতে চাই, মোস্তাকুর রহমান জাহিদ ভাই বলেছিলেন আমরা যেই জয়ী হই সবাই...