একটি পাখির সাথে আদিবার ভাব জমেছে। প্রতিদিন ফড়িং ছানা এনে গাছের নিচে ফাঁকা জায়গায় খেতে দেয়। পাখিটিও গাছ থেকে নেমে আসে এবং ভীতু মনে এদিক সেদিক তাকায় আর খায়। পাখিটি ভয়ে মাঝে মাঝে ফুরুৎ ফুরুৎ করে উড়ে গাছের ডালে বসে। আদিবা দূর থেকে তা দেখে। মনে মনে ভীষণ খুশি হয়। আদিবা এভাবে প্রতিদিন দু’বেলা ফড়িং ছানা খেতে দেয়। কিন্তু পাখিটিকে সে চেনে না। একদিন আদিবা বাবাকে পাখিটির কথা বলে। মেয়ের কথায় বাবা খুবই খুশি হলেন। পরদিন শুক্রবার আদিবা বাবাকে নিয়ে পাখিটির কাছে এলো। সাথে নিয়ে আসা ফড়িং ছানা খেতে দিল। পাখা মেলে লেজ গুটিয়ে পাখিটি মাটিতে নেমে ফড়িং ছানা খেতে লাগল। আর ভয়ে ভয়ে তাদের দিকে তাকায়। আদিবার বাবা মুগ্ধ হয়ে তা দেখে। এক পর্যায়ে আদিবাকে জিজ্ঞেস করলেন, “মা,পাখিটির নাম...