দেশীয় ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু। রুপালি গিটার ফেলে চলে গেছেন, কিন্তু আজও আইয়ুব বাচ্চু প্রাণবন্ত হয়ে আছেন ভক্তদের হৃদয়ে।দেশীয় ব্যান্ড সংগীতের এই অগ্রপথিকের অনন্তলোকে পাড়ি জমানোর দিনটি ১৮ অক্টোবর। মাত্র ৫৬ বছর বয়সে ২০১৮ সালের ১৮ অক্টোবর হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে সাত বছর হয়ে গেল আইয়ুব বাচ্চু নেই। সপ্তম মৃত্যুবার্ষিকীর দিনে বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। এদিন সামাজিকমাধ্যম ফেসবুকে একটি ছবি পোস্ট করে আইয়ুব বাচ্চুকে নিয়ে আবেগঘন স্ট্যাটাস দেন স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা। তিনি লেখেন, ‘জীবন বড়ই বিচিত্র, সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে। ’ দেখতে দেখতে সাত বছর ...। ’ বিয়ের আগে ফেরদৌস আক্তার চন্দনা...