সাব্বির রাজশাহী ক্যাডেট মাদ্রাসা ও মসজিদ মিশন একাডেমিতে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেন। পরে রাজশাহী সরকারি সিটি কলেজ থেকে ২০১৯ সালে এইচএসসি পাস করে ২০২০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।তিনি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘সোচ্চার স্টুডেন্ট নেটওয়ার্ক’ সংগঠনের সভাপতির দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বাংলাদেশ রেড ক্রিসেন্ট ইয়ুথ ইউনিটের সদস্য হিসেবেও কাজ করছেন।সাব্বির সমাজসেবা, রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সচেতনতা কার্যক্রমের সঙ্গে নিয়মিতভাবে যুক্ত। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যে তিনি পরিচিত একজন সংগঠক ও মানবিক স্বেচ্ছাসেবক হিসেবে।উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) হল সংসদ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্যানেল ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’। যা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে এক নতুন মাইলফলক স্থাপন করেছে।রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ২৩টি পদে মধ্যে ভিপি-জিএসসহ ২০টিতে জয় পেয়েছে ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। বাকি ৩টি...