সিঙ্গারা বা সমুচাও যে কাঁটাচামচ ও ছুরি দিয়ে কেটে খেতে হয়, তা-ই একটি ভিডিও-তে হাতে কলমে দেখিয়েছেন ভারতীয় এক ব্যক্তি। আর তাতেই সোশ্যাল মিডিয়ায় হয়ে গেছেন ভাইরাল। রীতিমতো নেটিজেনদের মজা ও উপহাসের পাত্রে পরিণত হয়েছেন তিনি। টেবিলে শিষ্টাচার মেনে কীভাবে খাবার খেতে হয় সে বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকেন ভারতীয় এই ব্যক্তি। সম্প্রতি একটি ভিডিও-তে দেখা যায়, তিনি কাঁটাচামচ ও ছুরি ব্যবহার করে সিঙাড়া বা সমুচা খাওয়ার পদ্ধতি শেক্ষাচ্ছেন ছাত্রছাত্রীদেরকে। প্রথমে তিনি কাঁটাচামচের সাহায্যে সিঙাড়ার উপর চাপ দিয়ে এটিকে স্থির করেন, এরপর অতি সাবধানে ছুরি দিয়েন কাটেন একে। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সিঙাড়াটিকে মাঝখান দিয়ে কাটা যাবে না এবং খেয়াল রাখতে হবে যাতে এটি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে না যায়। এই পর্যায়ে তিনি শিক্ষার্থীদেরকে সিঙাড়ার ছোট ছোট টুকরো চামচে...