বলিউড বাদশাহ শাহরুখ খান আগামী ২ নভেম্বর ৬০তম জন্মদিন উদযাপন করবেন। তার জন্মদিনের আগাম উপহার হিসেবে আগামী ৩১ অক্টোবর থেকেই ভারতজুড়ে চলবে শাহরুখ ম্যানিয়া। শুরু হবে কিং খান স্পেশাল ফিল্ম ফেস্টিভ্যাল। ২ নভেম্বর তার ষাটতম জন্মদিনকে বিশেষ করে তুলতে বিশেষ এক উদ্যোগ নিয়েছে পিভিআর আইনক্স। জানা গেছে, শাহরুখের জন্মদিন উপলক্ষে এক বিশেষ চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে। যা চলবে দুই সপ্তাহ। আগামী ৩১ অক্টোবর থেকে শুরু হতে চলেছে বিশেষ এই চলচ্চিত্র উৎসব। ভারতের মোট ৩০টি শহরে ৭৪টি প্রেক্ষাগৃহে দেখানো হবে কিং খানের বিভিন্ন সুপারহিট সিনেমা। এক্ষেত্রে শাহরুখের দর্শক-অনুরাগীরা ফের একবার সিনেমা হলে গিয়ে তার পুরনো সিনেমাগুলোও দেখার সুযোগ পাবেন।এ বিষয়ে আরও জানা যায়, এই উৎসবে দেখা যাবে ‘কাভি হাঁ কাভি না’, ‘দিল সে’, ‘ম্যায় হু না’, ‘দেবদাস’, ‘ওম শান্তি ওম’,...