বিশ্ব সংগীতের এই সময়ের সবচেয়ে আলাচিত ও চাহিদাসম্পন্ন শিল্পী টেইলর সুইফট সবেমাত্র বাগদান সেরেছেন। এরইমধ্যে বাগদত্তার সঙ্গে পরিকল্পনা করছেন কিভাবে মহা ধুমধাম করে বিয়ে করা যায়। কিন্তু বিয়ের আগেই উঠেছে মা হওয়ার গুঞ্জন। ব্রিটিশ টক শো ‘দ্য গ্রাহাম নর্টন শো’তে সম্প্রতি এই পপকন্যাকে একটু ভিন্ন রকম দেখতে পাওয়া গেছে বলে মন্তব্য করেছেন অনেকে। কেউ কেউ বলছেন গায়িকার মুখের গঠন আগের চেয়ে বেশি গোলাকার হয়ে উঠেছে। তবে মূল বিতর্কে আগুন লাগান প্রসিদ্ধ অ্যাসথেটিক ফিজিশিয়ান ডা. জেনিফার আর্মস্ট্রং। টিকটকে একটি ভিডিওতে তিনি বলেন, সুইফট এবং তার প্রেমিক ট্র্যাভিস কেলসি সম্ভবত বাবা-মা হতে চলেছেন। ডা. আর্মস্ট্রং ভিডিওতে বলেন, তার চোখের নিচে অন্ধকার দাগ, গালের হাড় আরও বেশি চৌকস দেখা যাচ্ছে। আর কেন সে তার কপাল ও ভ্রু চুল দিয়ে ঢাকছে? এটা কি কারণ...