‘রুপালি গিটার’, ‘ঘুম ভাঙা শহর’, ‘সেই তুমি’, ‘এক আকাশের তারা’- এমন সব গানে বুঁদ হয়ে ছিল একটি প্রজন্ম। কিছু গান তকমা পেয়েছে ‘চিরসবুজ’ হিসেবেও। যার অসাধারণ কণ্ঠ আর গিটার বাদনে ছড়িয়েছে এসব গান, সেই আইয়ুব বাচ্চু নেই সাত বছর। কিন্তু তার সেই সুর, কথা এখনো দোলা দেয় অসংখ্য শ্রোতার হৃদয়ে। গান লেখা থেকে শুরু করে কণ্ঠ দেওয়া- এক কথায় ‘বহুমুখী’ প্রতিভা এই শিল্পী সুর তুলেছেন অন্য গীতিকারের লেখাতেও। বাপ্পী খান, রাজীব আহমেদ ও শহীদ মাহমুদ জঙ্গীসহ বহু গীতিকারের লেখা গান বাচ্চুর কণ্ঠে বেশ জনপ্রিয়তা পায়। শনিবার আইয়ুব বাচ্চুর মৃত্যুদিন। ২০১৮ সালের এই দিনে পৃথিবীর মায়া কাটান এই শিল্পী। মৃত্যুবার্ষিকীতে এই গীতিকাররা গ্লিটজের কাছে তুলে ধরেছেন বাচ্চুর সঙ্গে কাটানো তাদের অমূল্য স্মৃতি। গীতিকার বাপ্পী খানের সঙ্গে আইয়ুব বাচ্চুর ছিল দারুণ সখ্যতা।...