বিদেশে পড়াশোনা করতে যাওয়া শিক্ষার্থীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি হলো ব্যাংকে ‘স্টুডেন্ট ফাইল’ খোলা। এর মাধ্যমে তারা সহজেই টিউশন ফি, থাকা–খাওয়ার খরচসহ বিদেশে পড়াশোনার প্রয়োজনীয় অর্থ পাঠাতে পারেন। স্টুডেন্ট ফাইল মূলত বিদেশগামী শিক্ষার্থীদের জন্য একটি বিশেষ ব্যাংক হিসাব। এই হিসাব থেকে বিদেশি বিশ্ববিদ্যালয় বা কলেজে টিউশন ফি পাঠানো যায়। শিক্ষার্থী চাইলে এই হিসাবের সঙ্গে যুক্ত ডেবিট কার্ড ব্যবহার করে বিদেশে নিজের খরচও চালাতে পারেন। কিছু ব্যাংক শিক্ষার্থীদের জন্য শিক্ষা ঋণের সুবিধাও দেয়।ভিসা পাওয়ার পরই সাধারণত এই স্টুডেন্ট ফাইল খোলার আবেদন করতে হয়। একবার ফাইল খোলা হলে পরবর্তী সেমিস্টারের ফি ও অন্যান্য খরচও এই হিসাবের মাধ্যমে পাঠানো সম্ভব। ব্যাংকভেদে স্টুডেন্ট ফাইল খোলার ফি কিছুটা ভিন্ন হলেও সাধারণত ১০ হাজার টাকার মধ্যে থাকে। বর্তমানে পূবালী ব্যাংক, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ডাচ্-বাংলা...