তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন ও নদীর পানির হিস্যা নিশ্চিতের দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সোয়া ৩টায় বিশ্ববিদ্যালয়ের মূলফটক সংলগ্ন (ডেইরি গেট) ঢাকা-অরিচা মহাসড়কের সামনে মানববন্ধন করেন তারা। বিশ্ববিদ্যালয়ের উত্তরবঙ্গ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে করা মানববন্ধন সঞ্চালনা করেন দর্শন বিভাগের শিক্ষার্থী জিএমএম রায়হান কবির। মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ে উপ-উপচার্য (প্রশাসন) সোহেল আহমেদ ও জীববিজ্ঞান অনুষদের ডিন মাফরুহী সাত্তার উপস্থিত ছিলেন। এছাড়াও মানববন্ধনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), ছাত্রশিবির, ছাত্রদল ও অন্যান্য ক্রিয়াশীল সংগঠন সংসহতি জানিয়ে অবস্থান করেন। মানববন্ধনে কুড়িগ্রামের বাসিন্দা বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাফিউজ্জামান শাহীন বলেন, উত্তরবঙ্গের মানুষের জীবনমান নির্ভর করছে এটি তিস্তা নদীর ওপর। বর্ষাকালে যেমন বন্যা হয়ে সব ছারখার হয়ে যায়। তেমনি শীতকালে হাহাকার দেখা যায়। শুধুমাত্র নদীর পানির নায্য হিসাব নিশ্চিত করতে না পারায়...