যুক্তরাষ্ট্রের ইউএসএইড’র সহায়তায় বাংলাদেশে পরিচালিত বিভিন্ন এনজিও’র ১০০টির বেশি প্রকল্প বন্ধ হয়ে গেছে। এর ফলে ২০২৫ সালে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২০ হাজার কর্মী চাকরি হারিয়েছেন। এমন পরিস্থিতিতে এনজিও’র কাজের মডেল পরিবর্তনের আহ্বান জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। একইসঙ্গে কাজের কয়েকটি অধিক্ষেত্রও চিহ্নিত করেছেন তিনি। তবে এক্ষেত্রে স্থানীয় সরকারের সঙ্গে এনজিওদের মুখোমুখি অবস্থান তৈরি হতে পারে বলেও মন্তব্য করেছেন পরিকল্পনা উপদেষ্টা। শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পর্যটন করপোরশনের হলরুমে ‘গণসাক্ষরতা অভিযান’ আয়োজিত ‘বৈশ্বিক ও অন্যান্য কারণে সৃষ্ট অর্থায়ন সংকটের প্রেক্ষিতে বাংলাদেশে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর বর্তমান অবস্থা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এমন কোনও সেবামূলক কাজ নেই যেখানে এনজিওদের সেবা বিস্তৃত হয়নি। বাংলাদেশে এনজিও’র যে বড় ভূমিকা তেমনটি পৃথিবীর...