সময় বা বয়সের সঙ্গে বাহ্যিক সৌন্দর্য বদলায়, কিন্তু ভেতরের সৌন্দর্য থাকে অবিকৃত। একজন আদর্শ স্বামী এই সৌন্দর্যটিকেই ভালোবাসেন। তিনি স্ত্রীকে অনুপ্রাণিত করেন নিজের মতো করে বেড়ে উঠতে, নিজের স্বপ্ন পূরণ করতে। কারণ তিনি জানেন—স্ত্রীর সাফল্য মানেই নিজের গর্ব। একজন আদর্শ স্বামী কেবল উত্তর দেন না, আগে মনোযোগ দিয়ে শোনেন। স্ত্রী যখন মন খারাপের কথা বলেন, তখন উপদেশ নয়, সহানুভূতি বেশি প্রয়োজন হয়। “তুমি ঠিক আছ?”—এই প্রশ্নটাই কখনো পুরো পৃথিবীকে হালকা করে দিতে পারে। আদর্শ...