হলিউড অভিনেতা টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে কয়েক দিন আগেও উত্তপ্ত ছিল বিশ্ব মিডিয়া। কথা ছিল— তাদের বিয়ে হবে মহাকাশে। প্রেমিকা কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে সারবেন অভিনেতা। কিন্তু হয়ে গেলেন একা। কে জানত— মাত্র ৯ মাসের মধ্যেই এই সম্পর্কের পরিণয় শেষ হবে। অতঃপর আকাশে ক্ষণিকের উল্কার মতোই নিভে যাবে টম ক্রুজের সেই স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে ‘দ্য সান’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে— টম ক্রুজ ও আনার মাঝে এখন আর কোনো সম্পর্ক নেই। দিনে দিনে কমতে থাকে একে অপরের প্রতি আকর্ষণ। ফলে দুজনের সিদ্ধান্তেই ঘটল এ পরিণতি। এর মধ্য দিয়ে আবারও একা হয়ে গেলেন অভিনেতা। সম্প্রতি একটি সুপারন্যাচারাল থ্রিলার সিনেমায় ‘ডিপার’-এর কাজের পরিকল্পনা ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় সেই প্রকল্পটিও থেমে গেছে। ঘনিষ্ঠ সূত্র জানায়,...