পশ্চিমবঙ্গের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা-অভিনেতা গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ আর নেই। আজ শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। তাঁর প্রয়াণে বাংলা চলচ্চিত্র জগতে নেমে এসেছে শোকের ছায়া। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ বোধ করেন নীলাঞ্জনা ঘোষ। এরপরই তাঁকে দ্রুত কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকরা জানান, নীলাঞ্জনা ঘোষের হঠাৎ অ্যানিউরিজম দেখা দেয়, যার ফলে তাঁর শরীরের অভ্যন্তরে রক্তক্ষরণ শুরু হয়। এই জটিল পরিস্থিতির কারণে দ্রুত তাঁর আটারিতে একটি জটিল অস্ত্রোপচার করা...