ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকারের সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই। দেড় বছর আগে মাহি নিজেই জানিয়েছিলেন তাদের বিবাহবিচ্ছেদের কথা। এরপর থেকেই দুজনকে একসঙ্গে দেখা যায়নি— ফলে শুরু হয় বিচ্ছেদের নানা গুঞ্জন। তবে সেই গুঞ্জন যেন নতুন মোড় নিয়েছে। সম্প্রতি ফেসবুকে হঠাৎ করেই দুজনই নিজেদের বিয়ের পোস্ট নতুন করে শেয়ার করেছেন। রকিব সরকার নিজের প্রোফাইলে ‘Married to Mahiya Mahi’ লিখে একটি আপডেট দেন। মুহূর্তেই সেই পোস্টে শুভেচ্ছা জানান অনেকে। মজার বিষয় হলো, মন্তব্যের ঘরে মাহি নিজেও লিখেছেন—“উল্টা পাল্টা কি ডেট দিছো!” এর সঙ্গে জুড়ে দিয়েছেন রাগের ইমোজি। রকিবের পোস্ট অনুযায়ী তাদের বিয়ের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১। অথচ সে সময় গণমাধ্যমে তাদের বিয়ের তারিখ জানানো হয়েছিল ১৩ সেপ্টেম্বর ২০২১। অন্যদিকে মাহিও নিজের প্রোফাইলে লিখেছেন—‘Married to Rakib...