বছর শুরুর পরের মাস ফেব্রুয়ারিতেই ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে রূপ দেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। নির্মাতা ও প্রযোজক আদনান আল রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এ মুহূর্তে তারা সুখী তারকা দম্পতি। তাদের সংসারজীবন ইতোমধ্যে আট মাস পেরিয়েছে। সম্প্রতি এক সাক্ষাতকারে বিয়ের ২৩৪ দিনের সংসারজীবন কেমন কেটেছে, সে অনুভূতিই প্রকাশ করলেন মেহজাবীন চৌধুরী। অভিনেত্রী বলেন, বিয়ের পর তার জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। শুধু থাকার জায়গাটায় পরিবর্তন হয়েছে মাত্র। তিনি বলেন, আমি সেই আগের মেহজাবীনই আছি। আমার মতো করে কাজ করছি, আমার মতো করে ঘুরছি। আদনান আমার আগেও অনেক ভালো বন্ধু ছিল, এখনো ভালো বন্ধু হিসেবেই আছে। তো ওই ফ্রেন্ডশিপটা আমাদের মধ্যে এখনো আছে। মেহজাবীন বলেন, বিয়ের পর আমার জীবন আরও সহজ হয়েছে। আগে কোনো কিছু করতে হলে আমি...