জাতীয় বাজেটে স্বাস্থ্যের ভাগ নিয়ে প্রতিবছর হতাশার কথা এলেও এ বরাদ্দ দিয়েই বাংলাদেশের স্বাস্থ্য খাতের আরও উন্নতি করা সম্ভব বলে মনে করেন জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। তিনি বলছেন, “সেজন্য দরকার সঠিক ব্যবস্থাপনা এবং রাজনৈতিক অঙ্গীকার।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের আলোচনা অনুষ্ঠানইনসাইড আউটেঅংশ নিয়ে এ কে আজাদ খান বলেন, প্রযুক্তির ব্যবহার পৃথিবীজুড়ে স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন আনছে। তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানোর মাধ্যমে বাংলাদেশেও প্রত্যন্ত এলাকায় সেবা পৌঁছানো যায়। “আমাদের দেশে একটা বড় সমস্যা প্রশিক্ষিত বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া। সেখানকার আর্থসামাজিক পরিস্থিতিতে খুব ট্রেইনড লোক ওখানে দীর্ঘকাল থাকতে চায় না। কিন্তু প্রযুক্তি এমন হয়েছে যে ওখানে ফিজিক্যালি যাওয়ার দরকার নাই। অনলাইনে সেবা পৌঁছানো যায়। “শুধু তাই নয়, কনসালট্যান্ট রোগীকে দরকারি যেসব ইনভেস্টিগেশন দিল, সেগুলোর রেজাল্ট এখন পয়েন্ট অফ কেয়ারে সাথে...