ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা পর্যন্ত গাড়ি প্রবেশ সীমিত রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। শনিবার বিশ্ববিদ্যালয় প্রক্টর অফিসের বিবৃতিতে বলা হয়েছে, "শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার স্বার্থে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল পুনরায় নিয়ন্ত্রণের কাজ ১৯ অক্টোবর থেকে শুরু হবে। এতে বলা হয়, শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিনগুলোতে বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন দিনগুলোতে সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত যানবাহনের ক্যাম্পাসে প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। প্রবেশপথ হিসেবে বিবৃতিতে শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেতের কথা বলা হয়েছে। এ...