পশ্চিমবঙ্গের প্রখ্যাত নির্মাতা-অভিনেতা গৌতম ঘোষের স্ত্রী নীলাঞ্জনা ঘোষ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। গৌতমপত্নীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের বরাতে জানা যায়, শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ বোধ করছিলেন নীলাঞ্জনা। বাড়িতে এ সময় স্বামী ও ছেলের কেউই ছিলেন না। কাজের ব্যস্ততায় দুজনেই ছিলেন বাইরে। পরে তাঁদের সঙ্গে ফোনে যোগাযোগ করেন নীলাঞ্জনা। এরপরই কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। চিকিৎসকরা জানান, নীলাঞ্জনার হঠাৎ অ্যানিওরিজম দেখা দেয়। শরীরের ভেতর তাঁর রক্তক্ষরণ হতে শুরু করে। ফলে তড়িঘড়ি করে তাঁর আটারিতে একটি জটিল অপারেশন করা হয়। কিন্তু শেষমেষ আর তাঁকে বাঁচানো যায়নি। শনিবার (১৮ অক্টোবর) ভোররাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নীলাঞ্জনা। তাঁর মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। সামাজিকমাধ্যমের এক পোস্টে...