গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেছেন, বিচারকদের দায়িত্ব শুধুই বিচারকার্য সম্পাদন নয়; একইসঙ্গে তারা মানবাধিকারের রক্ষক ও মানবাধিকার কর্মীও বটে। শনিবার (১৮ অক্টোবর) গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির উদ্যোগে ও ঢাকাস্থ জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন কার্যালয়ের সহযোগিতায় রাজধানীর গুলশানের হোটেল আমারিতে অনুষ্ঠিত “ইনশিওরিং জাস্টিজ: দ্যা রোল অব দ্যা জুডিশিয়াল ইন অ্যাড্রেসিং এনফোর্সড ডিস্পির্যান্স” শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা বলেন তিনি। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা এসময় উপস্থিত ছিলেন। বিচারকদের উদ্দেশে আইন সচিব বলেন, বিচারক কেবল আইনের ব্যাখ্যাকারী নন, তিনি সমাজের বিবেক। মানবতা ছাড়া ন্যায়বিচার কেবলই একটি প্রক্রিয়া মাত্র, কিন্তু সহমর্মিতার সঙ্গে ন্যায়বিচারই প্রকৃত নিরাময়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপনকালে কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের ঘটনাগুলো শুধু বিচারিক প্রক্রিয়ার...