এখন যারা আন্দোলন করছে, তারা স্ট্যান্ডবাজি করছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দীন। তিনি বলেছেন, ‘আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। তিনি ক্ষমতায় এলে শিক্ষকরা ২ হাজার নয়, ৫ হাজার টাকা চাইলেও পাবেন।’শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর মহাখালীস্থ গাউসূল আজম কমপ্লেক্সে জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষার মান উন্নয়নে শিক্ষিকাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।বর্তমান শিক্ষক আন্দোলন প্রসঙ্গে বাহাউদ্দীন বলেন, ‘এই আন্দোলন আমরা ২০১৭ সালে সোহরাওয়ার্দী উদ্যানে শিক্ষক সমাবেশ করেছিলাম। ওই সময় আমরা চাকরি জাতীয়করণের দাবি জানিয়েছিলাম। সেই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।’তিনি অভিযোগ করে বলেন, ‘শিক্ষকদের যৌক্তিক দাবি নিয়ে এখন যারা আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তারা শুধু স্ট্যান্ডবাজি করছেন। আমরা কোনো শতাংশের ভিত্তিতে বেতন-ভাতা চাই না, চাই জাতীয়করণ...