ঢাকাই সিনেমার এক সময়ের প্রিয় মুখ শাকিল খান। ১৩৮টি সিনেমায় অভিনয় করেছেন। দীর্ঘদিন তাকে চলচ্চিত্রের পর্দায় দেখা যায় না। ব্যবসা-বাণিজ্য নিয়ে ব্যস্ত সময় পার করছেন। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর পর বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দেন শাকিল খান। তারপর অজানা কারণেই চলচ্চিত্রাঙ্গন থেকে বিদায় নেন এই চিত্রনায়ক। নিয়তি আর নীরবতার খেলায় তিনি হারিয়ে যান আলোচনার আড়ালে। দীর্ঘদিন পর দেখা দিলেন শাকিল খান। গত শুক্রবার (১৭ অক্টোবর) রাতে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সিজেএফবি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন শাকিল খান। চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য এদিন সম্মাননা পান তিনি। পুরস্কার হাতে পেয়ে আবেগভরা কণ্ঠে বললেন, “আমি খুবই আনন্দিত। কাজের স্বীকৃতি সবসময়ই অনুপ্রেরণা দেয়। মানুষ এখনো আমাকে মনে রেখেছে— এটাই সবচেয়ে বড় পাওয়া। সবার ভালোবাসা আর দোয়াতেই আজকের আমি।” এক সময়ের রোমান্টিক...