ঢালিউডে মাহিয়া মাহির অধ্যায় শেষ হয়েছে প্রায় বছর তিনেক। রাজনীতিকের সঙ্গে সংসার, মাতৃত্ব, রেস্তোরাঁ পরিচালনা শেষে সংসদ সদস্য নির্বাচনে মাঠে-ময়দানে ছুটে বেড়ানো। বিএফডিসি তো পরের কথা মাহি যেন সংসার ও রাজনীতিকে সঙ্গী করে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন রাজধানী থেকেই! এরমধ্যে নির্বাচনে বিপুল ভোটে পরাজয়, সংসারে বিচ্ছেদ এবং সর্বশেষ মাস কয়েক হলো নীরবে পাড়ি জমিয়েছেন মার্কিন মুলুকে। গিয়েই দেশটিতে নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়ায় ব্যস্ত হলেন। আপাতত ‘অগ্নি’ কন্যার জীবনের গল্প এটুকুই। কিন্তু সম্প্রতি পর পর দুটি ঘটনায় বিস্ময় জাগিয়েছেন মাহি। আচানক বিশাল পরিকল্পনার একটি সিনেমার ঘোষণা এসেছে। ‘অন্তর্যামী’ নামের এই সিনেমার নায়কও মাহি, নায়িকাও তিনি! শুটিং হবে তিন দেশে! বানাবে তারই ফেলে যাওয়া ব্যানার জাজ মাল্টিমিডিয়া। প্রযোজক প্রাক্তন প্রেমিক আব্দুল আজিজ! ঘোষণাটির পর বেশিরভাগ মানুষই বিশ্বাস করেছেন, এই ছবি ঘোষণার জন্যই ঘোষণা।...