বিদ্যুচ্চালিত গাড়ি বা ইভির ফুল সেলফ-ড্রাইভিং সিস্টেমে আবার ‘ম্যাড ম্যাক্স’ নামের বিতর্কিত মোডটি ফিরিয়ে এনেছে টেসলা। এই বিশেষ মোডে গাড়ি আগের ‘হারি’ মোডের তুলনায় ‘আরও দ্রুত চলে এবং ঘন ঘন লেন পরিবর্তন করে’। এতে গাড়ি অনেক সময় গতির সীমা পেরিয়ে যায়। এ মোড আবার ফিরিয়ে আনাকে টেসলার আরেকটি বোকামিপূর্ণ সংযোজন বলে উল্লেখ করেছে প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেট। তবে এ ফিচার আসলে একেবারে নতুন নয়। ২০১৮ সালে অটোপাইলট সিস্টেমের অংশ হিসেবে প্রথম চালু হয়েছিল ফিচারটি। প্রযুক্তি সাইট ইলেকট্রেক প্রতিবেদনে লিখেছে, এই মোডের প্রত্যাবর্তন ঠিক যেমনটি অনেকে ধারণা করেছিলেন, তেমনই ঘটছে। ‘চালু হওয়ার ২৪ ঘণ্টাও পার হয়নি, এরইমধ্যে দেখা গিয়েছে, এই মোডে থাকা বিভিন্ন গাড়ি রাস্তার স্টপ সাইন উপেক্ষা করে গতি সীমার চেয়ে ঘণ্টায় প্রায় ২৪ কিলোমিটারের বেশি গতিতে চলছে’। পুরো বিষয়টিই...