২০২৪ সালের গণঅভ্যুত্থান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন মোড় এনে দেয়। দীর্ঘদিন ধরে শিক্ষাখাতে বৈষম্য, যুব সমাজের বেকারত্ব এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে ছাত্র সমাজের ক্ষোভ জমতে থাকে। এরই প্রেক্ষাপটে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে ছাত্র আন্দোলনের এক গুরুত্বপূর্ণ ঘাঁটি। এ সময় জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা ও আন্দোলনের গতি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পেছনে থেকে তাদের সংগঠিত করেন জবি শাখা ছাত্রদলের তৎকালীন সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লা।আরো পড়ুন:কিছু দিন পর দেখা যাবে, গণঅভ্যুত্থানটাই নাই: সারজিসজুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান চলছে আন্দোলনের শুরু থেকে জবি ছাত্রদলের নেতাকর্মীরা সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে আন্দোলনে অংশ নিলেও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎপরতার ফলে তা বেশিদিন দীর্ঘায়িত হয়নি। সব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ও কারফিউ...