দেড় বছর আগে চিত্রনায়িকা মাহিয়া মাহি জানিয়েছিলেন, রাজনীতিক ও ব্যবসায়ী স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। সেই ঘোষণার পর থেকে দুজনকে আর একসঙ্গে দেখা যায়নি। মাহি ব্যস্ত ছিলেন নিজের কাজ ও সংসার নিয়ে, আর রাকিব সরকার থেকেছেন আড়ালে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে অবস্থানরত মাহি জানালেন নতুন খবর! অভিনেত্রীর ভাষায়, ‘তাদের আসলে ডিভোর্স হয়নি’।২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহিয়া মাহি। জমকালো আয়োজনের সেই বিয়ে টিকেছিল পাঁচ বছর। এরপর ২০২১ সালে গাজীপুরের রাজনীতিক রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। কিন্তু দেড় বছর আগে গণমাধ্যমে মাহি জানান, রাকিবের সঙ্গে তার সম্পর্কের ইতি ঘটেছে।সেই সময় মাহি বলেছিলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। কিন্তু যখন দেখলাম চেষ্টায় ফল হচ্ছে না, তখন বন্ধুত্বটা রাখাটাই ভালো মনে হয়েছে। যেহেতু ও ফারিশের বাবা, তাই যোগাযোগ থাকে। ও...